রাজবাড়ী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কমিটির উপদেষ্টা রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী সভায় উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ^াস, গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম, রাজবাড়ী জেলা আনসার কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আজমীর হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন, চেম্বার অব কমার্সের সহ সভাপতি জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোর্শেদা খাতুন।
বক্তারা বলেন, রাজবাড়ী সদর হাসপাতাল সড়ক দিয়ে বালুর ট্রাক চলাচলের কারণে খুবই সমস্যায় পড়তে হয়। সড়কটি এমনিতেই সরু। তার উপর বালুর ট্রাক চলাচলের কারণে ধুলার আস্তর জমে। তার অফিসটি রাস্তা সংলগ্ন হওয়ায় প্রতিনিয়ত সমস্যার মুখোমুখি হতে হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari