রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে অবস্থিত দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে "সকলের জন্য সু-স্বাস্থ্য" প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ এবং বক্তারা তার বিভিন্ন কর্মকান্ডের উপর স্মৃতি চারণ করেন।
র্যালী শেষে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হল রুমে কেন্দ্রের ব্যবস্থাপক মো. জুলফিকার আলীর সভাপতিত্বে ফিল্ড অ্যানিমেটর মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমিন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিস কর্মী মো. হাবিবুর রহমান, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুরের প্রধান শিক্ষক মো. মানিক শেখ, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. নাজমুল হক, মুক্তি মহিলা সমিতি'র নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ডিআইসি ম্যানেজার মো. মজিবুর রহমান খান জুয়েল, মুক্তি মহিলা সমিতি'র প্রজেক্ট ডিরেক্টর আতাউর রহমান মন্জু, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ফিল্ড সুপারভাইজার শেখ রাজীব, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল টেকনোলজিস্ট মো. ঈমান হোসাইন, কাউন্সিলর রেনু আক্তার, প্যারামেডিক হারুন-অর-রশীদ, বেদেনা আক্তার, খাদিজা খাতুন, মো. মোস্তাকিন হোসাইন প্রমুখ।
গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক মো. জুলফিকার আলী বলেন, প্রতি বছর ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। কিন্তু এবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রাণপুরুষ ও প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে স্বাস্থ্য দিবসটি যথা সময়ে পালন করা সম্ভব হয়নি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari