রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ শাহীনকে ১৬৩ গ্রাম হেরোইন ও ৯৬ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া বাজার এলাকায় তার ভাড়া বাড়ির শয়ন কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার উত্তর দৌলতদিয়া ফেলু মোল্লার পাড়া এলাকার মৃত আক্কাস শেখের ছেলে।
রবিবার বেলা ১১টার দিকে গোয়ালন্দ ঘাট থানায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্বপন কুমার মজুমদার।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ মে রাত সাড়ে ৯টার দিকে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার উত্তর দৌলতদিয়া বাজার এলাকাস্থ পান্নু মোল্লার বাড়ির ভাড়াটিয়া শাহীনের শয়ন কক্ষের সোফার ফোমের নিচ হতে ১৬৩ গ্রাম হেরোইন ও ৯৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ গোয়ালন্দঘাট থানাসহ জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। তা বিরুদ্ধে ১টি অস্ত্র, ৩ টি মাদক মামলাসহ মোট ৪ টি মামলা আদালতে বিচারাধীন। সে পেশাদার একজন মাদক ব্যবসায়ী। রবিবার দুপুরে তাকে রাজবাড়ীর আদালতে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. হিরু মৃধা বলেন, একটি দলে অনেক সদস্যই থাকে, একজন অন্যায় করলে তার দায়ভার দল নিতে পারে না। তার বিষয়ে জেলা নেতৃবৃন্দের সাথে কথা বলে তাদের পরামর্শে শেখ শাহীনকে স্থায়ীভাবে দল থেকে বহিস্কার করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari