ডিবি পুলিশ পরিচয় দিয়ে রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর নামক স্থান থেকে সন্টু নন্দী নামে এক ব্যক্তির কাছ থেকে নগদ ২৩ হাজার পাঁচশ টাকা ও সাত বোতল বিদেশি মদ ছিনিয়ে নেয় প্রতারক চক্র। পরে তাকে জিম্মি করে পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে আরও ২০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়। এ অভিযোগে রাজবাড়ীর ডিবি পুলিশ মঙ্গলবার গভীর রাতে রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি উপজেলা এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা হলো রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর মল্লিকপাড়ার আব্দুল মোতালেব মল্লিকের ছেলে মুন্না মল্লিক, বালিয়াকান্দি উপজেলার নারায়ণপুর গ্রামের বিল্লাল মোল্লার ছেলে সুলতান আহম্মেদ শান্ত এবং গোবিন্দপুর গ্রামের জাহেদ মন্ডলের ছেলে তুষার মন্ডল। এদের মধ্যে মূল হোতা মুন্না মল্লিক রাজবাড়ী জেলার বিকাশের ডিএসও (ডিস্ট্রিবিউটার সেলস অফিসার) বলে জানিয়েছে পুলিশ।
রাজবাড়ী ডিবি সূত্রে জানা যায়, সন্টু নন্দী একজন বৈধ মদের পারমটি হোল্ডার। গত ১৭ এপ্রিল তারিখে ফরিদপুর ফরেন লিকার সপ থেকে সাত বোতল বিদেশি কিনে অটোরিক্সাযোগে বাড়ি যাওয়ার পথে সদর উপজেলার আলাদিপুর নামক এলাকায় পৌছালে চার ব্যক্তি গতিরোধ করে। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তল্লাশী করার কথা বলে জোর করে অটোরিক্সা থেকে নামিয়ে আলাদিপুর মধ্যপাড়ায় নিয়ে তার কাছে থাকা সাত বোতল বিদেশি মদ ও নগদ ২৩ হাজার পাঁচশ টাকা ছিনিয়ে নেয়। এরপর তাকে প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ির সদস্যদের কাছ থেকে বিকাশের মাধ্যমে আরও ২০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়। ভুক্তভোগী সন্টু নন্দী ছাড়া পেয়ে বিষয়টি রাজবাড়ী ডিবি পুলিশকে জানায়।
রাজবাড়ীর ডিবি ওসি মো. মনিরুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করে। একপর্যায়ে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে সক্ষম হয়। তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এসময় ঘটনার সময় ব্যবহৃযত একটি মোটরসাইকেল ও পুলিশের একটি ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়। রানা নামে একজন পলাতক আছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় ভুক্তভোগী সন্টু নন্দী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন। মামলার প্রধান আসামি রাজবাড়ী জেলার বিকাশের ডিএসও বলে জানান তিনি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari