রাজবাড়ীর ডিবি পুলিশ সোমবার পৃথক দুটি অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে। এসময় নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো রাজবাড়ী সদর উপজেলার আলীপুর বিলপাড়ার আবুল কালাম আজাদের ছেলে মাহমুদুল হাসান মামুন ও বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর গ্রামের মনিরুল ইসলাম মোল্লার স্ত্রী আছিয়া খাতুন।
রাজবাড়ীর ডিবি ওসি মো. মনিরুজ্জামান খান জানান, সদর উপজেলার আলাদীপুর বিলপাড়া থেকে চারশ গ্রাম গাঁজা ও ৫০ পিচ ইয়াবাসহ মামুনকে এবং বালিয়াকান্দির গোবিন্দপুর থেকে আড়াইশ গ্রাম গাঁজা ও ২০ পিচ ইয়াবাসহ আছিয়াকে গ্রেপ্তার করা হয়। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari