রাজবাড়ী পাংশার সরিষা ইউনিয়ন থেকে বন্দুক, গুলি, ছোরা ও চাপাতি সহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে সরিষা সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ১ নলা বন্দুক, ২ টি কার্তুজ, ৩ টি ছোরা ও ১ টি চা-পাতি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সরিষা খামারডাঙ্গী এলাকার লম্বা ছাত্তারের ছেলে সালমান শাহ (২৯), পাট্টা ইউপির বিলজোনা এলাকার মৃত কালিপদ শিংহের ছেলে কৃষ্ণ চন্দ্র সিংহ (৫২), এবং কশবামাজাইল ইউপির সুবর্নখোলা গ্রামের আকামত খানের ছেলে মো: কাজল খান (৩৬)।
পাংশা মডেল থানা সূত্রে যানা যায়, ডাকাতির উদ্দেশ্যে কয়েক জন অস্ত্রধারী শরিষা ইউনিয়নের খামারডাঙ্গী এলাকার সরকারী বঙ্গবন্ধু কলেজের খেলার মাঠে সমবেত হয়েছে। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানা পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে এস আই মাহবুব, এ এস আই সুমন কুমার দাস ও পাংশা থানা এলাকায় ডিউটিরত মোবাইল-৩৩ ফোর্স সহ সঙ্গীয় পুলিশ দল নিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের কয়েক সহযোগি পালিয়ে গেলেও পুলিশ ৩ জনকে আটক করতে সক্ষম হয়।
পাংশা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার সুমন কুমার সাহা বলেন, আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে অস্ত্রধারি সন্ত্রাসী ডাকাত দল সহ সকল অপরাধিদের বিরুদ্ধে আমাদের এমন অভিযান চলমান রয়েছে এবং এটা অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাংশা থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের মামলা দায়ের হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari