রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দেবীপুরে বজ্রপাতে সাইদুল মৃধা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে একই ইউনিয়নের খালেক মৃধা পাড়ার জামাল মৃধার ছেলে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। নিজেদের ক্ষেতে ফসল তুলতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
দেবীপুর গ্রামের কৃষক মোহাম্মদ আলী জানান, সাইদুলসহ তারা কয়েকজন নিজেদের ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ প্রচন্ড ঝড় শুরু হলে তারা দৌড়ে বাড়ির দিকে রওয়ানা দেন। কিন্তু সাইদুল, কাইউম খাঁ, আসলাম, ইউসুফসহ চারজন তখনও মাঠে ফসল তুলছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতের আঘাতে সাইদুলের কান ও নাক দিয়ে রক্ত পরতে শুরু করে। তার সঙ্গীরা তাৎক্ষণিক তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার পথেই ওই যুবকের মৃত্যু হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari