রাজবাড়ীর খানখানাপুর ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন মোল্লা (৭) বুধবার ভোরে বার্ধক্যজনিত কারণে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তিনি খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খানখানাপুর বাজার সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ জোহর আমির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সাবেক চেয়ারম্যান জেলা পরিষদ রাজবাড়ী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী, খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন, জেলা যুবলীগ সভাপতি শওকত হাসান, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার মৃধা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল।
এর আগে সদর উপজেলার ভারপ্রাপ্ত নিবাহী কমকর্তার নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari