রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন এলাকার এক নারীকে ধর্ষণের অভিযোগে কহিরুল ইমলাম কহু নামের এক যুবককে গ্রেফতার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। সে একই ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের মৃত আমজাদের ছেলে।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, কহিরুল ওরফে কহু এক নারীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষন করে। পরে ওই নারীকে আবারও ধর্ষণের হুমকি দেয়। রাজী না হওয়ায় নানান ভয়ভীতি দেখাতে শুরু করে। রাজি না হয় তবে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করবে। ওই নারী কোন উপায় না পেয়ে রাজবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে একটি ধর্ষণ মামলা রুজু করা হয়। গত শনিবার অভিযান চালিয়ে কহুকে গ্রেফতার করে আদালতে চালান করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari