রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ৩২ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মঙ্গলবার মধ্যরাতে পদ্মানদীর অদূরে জেলে জয়নাল হালদারের জালে মাছটি ধরা পড়েছে।
জেলে জয়নাল হালদার জানান, প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যার দিকে পদ্মা নদীতে তাদের সহযোগীদের নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে মাছ ধরতে যান। রাতে কোন মাছ ধরা না পরায় নদীতে জাল ফেলে বসে থাকেন তারা। ভোর রাতের দিকে জাল টেনে তুলতেই জালে বড় ধরণের টান অনুভব করেন। পরে দেখতে পাই বড় একটি বাগাড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি সকালে বিক্রির জন্য দৌলতদিয়া রওশন মোল্লার মৎস্য আড়তে নিয়ে আসলে দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি উন্মুক্ত নিলামে কিনে নেন। জেলে ও উৎসুক জনতারা বলেন, ঈদের পরে মাছটি পেয়ে আমাদের অনেক ভালো লাগছে। দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, মাছটি আমার আড়ৎ ঘরে এনে বিভিন্ন ব্যবসায়ীর সাথে বিক্রির জন্য মুঠোফোনে যোগাযোগ করছি। মাছটি প্রতি কেজিতে ৫০ টাকা লাভ বিক্রি করে দিব। তিনি আরও বলেন, অনেক দিন পরে বড় একটি বাগাড় মাছ কিনতে পেরে ভালোই লাগছে আবার মাছটি বিক্রি করে একটু লাভবানও হতে পারবো।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari