আজ পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর মুসলমানদের ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে সেই জন্য মানবতার মুক্তির দিশারী হিসেবে ইসলামের মর্মার্থ ও অর্ন্তনীহিত তাৎপর্য দিকে দিকে ছড়িয়ে পড়েছে। মানবতা ভরে উঠেছে শান্তি আর সৌহার্দতায়। ঈদুল ফিতর মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার ধুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে আসে পবিত্র ঈদুল ফিতর।
মানবিক মূল্যবোধ ও পারস্পারিক সহাবস্থান পরম সহিঞ্চতা ও সাম্য বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের দায়িত্ব। ভয়াবহ করোনা মহামারির মধ্যেই আমাদের দুইটি ঈদ উৎযাপন করতে হয়েছিলো। বর্তমানে দেশে করোনা ভাইরাস কমে এসেছে। জীবন যাত্রাও স্বাভাবিক হয়ে গেছে। তবে রোজা আমাদের পবিত্রতার একটি শিক্ষা হাতে কলমে শিখিয়েছে। আমাদের এই দেশ অসাম্প্রদায়িক চেতনার এক জলন্ত উদাহরণ। এই চেতনাই আমাদের প্রত্যেক নাগরিকের ঘরে ঘরে পৌছে যাক। এই কামনা করি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার
প্রকাশক,
দৈনিক আমাদের রাজবাড়ী।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari