আজ পবিত্র ঈদুল ফিতর। মাস ব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম মিল্লাত আজ পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন সময় পার করছেন। অনাবিল সুখোৎসবের এই ক্ষণে রাজবাড়ী জেলার সকল নাগরিককে জানাই “ঈদ মোবারক”। যে সিয়াম সাধনা মানুষকে ভ্রাতৃত্ব ও সৌহার্দতা সৃষ্টিতে এবং মানুষকে ঊৎকর্ষ সাধনে উদ্বুদ্ধ করে, সেই উৎকর্ষের বহিঃপ্রকাশ হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
সকল অন্যায় অনাচার, কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলাম কে ব্যক্তি সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সকল স্তরে শান্তি প্রতিষ্ঠার জন্যই রোজা মুসলিম জাতিকে প্রস্তুত করে। ঈদ শান্তি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের সৃষ্টি করে। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য মৈত্রী ও সম্পৃতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনি-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার। ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্্রীয় জীবনে মুসলমাদের আত্মশুদ্ধি সংযম সৌহার্দ ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যপ্তী লাভ করুক। এটাই হোক আমাদের চাওয়া। হাসি খুশি এবং ঈদের অনাবিল আনন্দে এ জেলার প্রতিটি নাগরিকের পূর্ণতায় ভরে উঠুক। পবিত্র ঈদুল ফিতরের এই দিনে সুখ ও সমৃদ্ধ জীবন কামনা করছি।
সেই সাথে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উত্তোরত্তর উন্নতি, সমৃদ্ধি এবং অব্যাহত শান্তি কামনা করছি।
আল্লাহ আমাদের সহায় হোন। আমিন,
আলহাজ্ব কাজী কেরামত আলী
মাননীয় জাতীয় সংসদ সদস্য, রাজবাড়ী-১
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari