সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আমরা সনাতনী যুবক নামে একটি সামাজিক সংগঠন। সংগঠনটির পক্ষ থেকে বুধবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেড় শতাধিক মুসলিম পরিবারকে ঈদ সামগ্রী দেওয়া হয়েছে।
রাজবাড়ী পৌর প্রাথমিক বিদ্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে চিনি, আতপ চাল, তেল, চিনি, সেমাই, দুধ, আলু, পেঁয়াজ, লবণ ইত্যাদি।
এসময় সংগঠনের প্রধান সমন্বয়ক বিপ্লব কুমার সাহা, সমন্বয়ক রাজেশ মন্ডল, সুমন দাস, গৌতম দাস, সমর কর্মকার, আকাশ দাস, রতন দাস, অনিক দাস, রঞ্জন নাগ, খোকন দাস, নিশান সাহা, প্রশান সাহা প্রমুখ।
প্রধান সমন্বয়ক বিপ্লব কুমার সাহা বলেন, জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই বাঙালি। ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ। অনেক দুস্থ মানুষ আছে যাদের ঈদে ভালো কিছু কেনার সামর্থ্য নেই। তারা চেষ্টা করেছেন সেই সব অসমর্থ মানুষের পাশে দাঁড়াতে। ভবিষ্যতেও তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari