কেকেএস শিশু বিদ্যালয়ের ট্রেনিং সেন্টারে ‘শিক্ষায় সকল শিশুর অন্তর্ভূক্তকরণে সম্পর্ক উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা রোববার অনুষ্ঠিত হয়েছে। সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কেকেএস এর নির্বাহী পরিচালক ও সাবেক রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজিজুল ইসলাম, সেভ দ্য চিলড্রেন এর এ্যডুকেশন ম্যানেজার সাইফুল ইসলাম খান সেলিম। সভায় আরও উপস্থিত ছিলেন ২৫টি সরকারি, বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
সভায় স্কুল উপযোগী শতভাগ শিশু ভর্তি প্রসঙ্গে, সকল শিশুর শিক্ষা অব্যাহত রাখতে করনীয়, শিশুর ঝরে পড়া রোধে প্রধান শিক্ষকদের করণীয়, বাল্য বিবাহ রোধে করণীয়, ক্ষুদে ডাক্তারদের কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন রুমা খাতুন, প্রকল্প সমন্বয়কারী কেকেএস।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari