রাজবাড়ীর গোয়ালন্দে মরহুম কাজী হেদায়েত হোসেন স্মৃতি সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় দৌলতদিয়া ইয়াং রেঞ্জার্স ক্লাবকে ৭ রানের ব্যাবধানে হারিয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধা আমির আলি স্মৃতি সংসদ দেওয়ান পাড়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে শহীদ বীর মুক্তিযোদ্ধা আমির আলি স্মৃতি সংসদ নির্ধারিত ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে দলীয় ৯৫ রানের টার্গেট ছুড়ে দেয়। ৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দৌলতদিয়া ইয়াং রেঞ্জার্স ক্লাব নির্ধারিত ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৮৮ রান তুলতে সক্ষম হন।
চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় সাব্বির হোসেন ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অফ দ্যা টুর্নামেন্ট ও সর্বোচ্চ রান সংগ্রহ করার গৌরব অর্জন করে পুরষ্কার পান। রানার আপ দলের শাকিল আহমেদ টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করে পুরস্কার পান। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ৮ হাজার টাকার প্রাইজমানি এবং রানার আপ দলকে ট্রফি ও ৪ হাজার টাকার প্রাইজমানি দেয়া হয়। টুর্নামেন্টের আয়োজক ‘গোয়ালন্দ স্পোর্টিং ক্লাবের পক্ষে পৌর ছাত্রলীগের সভাপতি মো. রাতুল আহমেদ বলেন, মরহুম হেদায়েত হোসেন জনপ্রিয় একজন নেতা ছিলেন। আমরা চেষ্টা করবো তার স্মৃতি বাঁচিয়ে রাখতে প্রতিবছর এ টুর্নামেন্ট আয়োজন করতে।
গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক খোকনের সঞ্চালনায় ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্যের কন্যা কানিজ ফাতেমা চৈতী, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক সেলিম মুন্সী, পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, রাজবাড়ী জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তপু, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা, উপজেলা কৃষক লীগের সভাপতি হাবিবুর রহমান, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য যুবলীগ নেতা আশরাফুল ইসলাম প্রমুখ ।
মরহুম কাজী হেদায়েত হোসেন গোয়ালন্দ মহকুমা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ছিলেন। ১৯৭৫ সালের ১৮ই আগষ্ট দূর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন। কাজী কেরামত আলী বর্তমান রাজবাড়ী-১ আসনের সাংসদ সদস্য তার বড় সন্তান।