বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় মৎস্যজীবিদের অংশগ্রহণে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষন উপলক্ষে উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন টাস্কফোর্স কমিটি এ সভার আয়োজন করে।
কালুখালীর রুপসা স্লুইজ গেট এলাকায় অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজিব।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক,কালুখালী থানার ওসি(তদন্ত) আব্দুল গনি, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, ইউপি সদস্য আব্দুল লতিফ, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য রাখেন ।
সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. সজিব জানান, আগামী ৭ থেকে ২৮ অক্টোবর সরকার সারাদেশের নদনদীর ইলিশ ধরা বন্ধ ঘোষনা করেছে। সরকারের এ আদেশ অমান্য করে কেউ নদীতে ইলিশ ধরতে গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সচেতনতা মূলক সভায় কালুখালীর শতাধিক মৎস্যজীবি অংশগ্রহণ করে। মৎস্যজীবিরা বুকে হাত রেখে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. সজিবের কাছে শপথ করেন, ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত তারা নদীতে সব ধরনের মাছ ধরা থেকে বিরত থাকবে। এছাড়া তারা মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসনকে সব রকম সহযোগীতা করবে।