রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা ৫ দফা দাবিতে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করেছে।
সোমবার সকাল থেকে তারা অফিসিয়াল সকল কর্মকান্ড বন্ধ রেখে অফিস প্রাঙ্গণে অবস্থান নেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডলের নেতৃত্বে দপ্তরের সকল কর্মকর্তা -কর্মচারীরা এতে অংশ নেন।
গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল জানান, দাবি সমূহের মধ্যে ছিল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও)পদ আপগ্রেডেশন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ নিয়োগের মাধ্যমে পূরন করা, অধিদপ্তরের কর্মচারীদের পদ নাম পরিবর্তন, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার পদ আপগ্রেডেশন এবং দুর্যোগ ব্যাবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন। দাবি পূরনের জন্য সারা দেশে একযোগে কর্মবিরতি পালন করা হচ্ছে।