রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলের সভাপতিত্বে সামাজিক-সম্প্রীতি কমিটির র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চত্বর ও দোলতদিয়া ঘাট শহীদ মিনার প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আ. ছাত্তার ফকির, দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো মোহন মন্ডল, ৫ নং ওয়ার্ড সদস্য আ. জলিল ফকির, ৮ নং ওয়ার্ড সদস্য ফজলুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য চম্পা খাতুন,দৌলতদিয়া পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী রনজিৎ পোদ্দার, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, আক্কাস আলী হাই স্কুলের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সহ-সম্পাদক গোকুল চন্দ্র পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, আসন্ন শারদীয় উৎসব দুর্গা পুজা উপলক্ষে সামাজিক সাম্প্রতিক বন্ধনে ধর্ম যার যার উৎসব সবার স্লোগান দেন। এবং মাদক বিস্তার রোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি হলো নানা সম্প্রদায়ের মানুষের মধ্যকার সম্প্রীতি ও ভালোবাসা। আমাদের সমাজে বহু ধর্ম, ভাষা ও জাতির লোক বসবাস করে। সমাজে বসবাসরত সব সম্প্রদায়ের মধ্যে পরস্পর ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাব হলো সাম্প্রদায়িক সম্প্রীতি।