রাজবাড়ীর কালুখালী উপজেলায় উপজেলা ওয়ার্কাস পার্টির উদ্যোগে রবিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ওয়ার্কাস পাটি কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন নজরুল ইসলাম জোয়াদ্দার।
সভায় জেলা ওয়ার্কাস পাটির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, উপজেলা কৃষক সমিতির সহসভাপতি ওহাব মোল্যা, উপজেলা কৃষক সমিতির সদস্য শুকুর মন্ডল, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি এশারত আলী প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা ওয়ার্কাস পাটির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু বলেন, দিন দিন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি পাচ্ছে। অথচ কৃষি উৎপাদিত পণ্যের দাম কমে যাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে দেশের উন্নয়ন ও অগ্রগতি থেমে যাবে। তিনি এই এব্যাপারে সজাগ দৃষ্টি দেওয়ার জন্য কৃষি মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন। জ্যোতি শংকর ঝন্টু বলেন,বাজার ব্যবস্থা হতে হবে,কৃষক বান্ধব। কৃষি যন্ত্রপাতির দাম কমাতে হবে,কৃষক উৎপাদিত জিনিসের দাম বাড়াতে হবে।