
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের এবং যুব উন্নয়ন অধিদপ্তরের রাজবাড়ী এর আয়োজনে শুক্রবার অধিদপ্তরের হলরুমে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য প্রমুখ।
বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে তরুণ সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার যুব উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান সম্প্রসারণের লক্ষ্যে নানামুখী কার্যক্রম ও প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে, যা তরুণদের আত্মনির্ভরশীল ও সৃজনশীল জাতি হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করছে। দায়িত্ববোধ, নৈতিকতা, শৃঙ্খলা এবং ইতিবাচক জীবনদৃষ্টির চর্চা তরুণদের ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নে অপরিহার্য। পাশাপাশি, মাদক, জঙ্গিবাদ ও সকল প্রকার অসামাজিক কার্যকলাপ থেকে তরুণ সমাজকে বিরত থেকে সমাজ বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত তরুণ প্রতিনিধি, যুব সংগঠক, প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এতে অংশগ্রহণ করেন।