আলী হোসেন পনি স্মৃতি সংসদের আয়োজনে আলী হোসেন পানি’র তৃতীয় প্রয়াণ দিবসের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজবাড়ী শহরের ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট ক্রীড়াবিদ ক্যান্সারাক্রান্ত গৌতম দাসের চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে।
বিকালে এই নগদ অর্থ প্রদানের সময় গৌতম ও গৌতমের পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন আলী হোসেন পনির স্মৃতি সংসদের সভাপতি লিটন চক্রবর্তী। টাউন মক্তবের প্রাক্তন শিক্ষক ছায়া চক্রবর্তী। টাউন মক্তবের প্রধান শিক্ষক ও আলী হোসেন পনি’র সহধর্মিনী জুন কক্স, বালিয়াকান্দি লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক জামিলা আজাদ ও আলী সাদমান রুদ্র।
এসময় গৌতমের হাতে তার চিকিৎসা বাবদ ৪২ হাজার টাকা তুলে দেওয়া হয়।
আগামীতেও গৌতমের চিকিৎসার জন্য আলী হোসেন পনি স্মৃতি সংসদ গৌতমের পাশে থাকবে বলে আশ্বাস দেন সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ।
টাকা পেয়ে গৌতম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন তার শারীরিক অবস্থাক্রমেই অবনতির দিকে। পরিবারের টাকা-পয়সাও শেষ হয়ে গেছে। এখন মানুষের সাহায্য সহযোগিতা ছাড়া তার চিকিৎসার কোন উপায় নেই।