৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমে প্রশিক্ষণার্থীদের সাথে রাজবাড়ী জেলা পুলিশের মতবিনিময় অনুষ্ঠিত বৃহম্পতিবার রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ ্র(বিপিএটিসি) সাভার ঢাকায় চলমান ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ৮ জন প্রশিক্ষাণার্থী কর্মকর্তাদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার, সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ) মিজানুর রহমান’সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।