রাজবাড়ীর গোয়ালন্দকে সবুজায়ন করতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে গোয়ালন্দ উপজেলা প্রশাসন।
শুক্রবার সকালে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে মডেল মসজিদ, স্থানীয় বাসস্ট্যান্ড ও মরা পদ্মা নদীর পার্শ্ববর্তী এলাকা বিভিন্ন রাস্তায় নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।
সবুজায়ন কর্মসূচিতে এসময় উপজেলা প্রশাসনের পক্ষ হতে কাঠ বাদাম, আমলকি ও বিভিন্ন জাতের আমের চারা রোপণ করা হয়।
এ কর্মসূচিতে উপস্থিত থেকে নিজ হাতে চারা রোপণ করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান।
এসময় ইউএনও নাহিদুর রহমান বলেন, গাছ লাগান, পরিবেশ বাঁচান। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানো অতীব জরুরি। গোয়ালন্দের পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের নিজ এরাকার পতিত ও আশেপাশের খালি জায়গায় গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।