রাজবাড়ীমীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসিনের মা শুক্রবার দুপুরে বার্ধক্যজনিত কারণে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার নামাজে জানাজা বৃহস্পতিবার বাদ এশা তার গ্রামের বাড়ি কালুখালী উপজেলার ধোবারিয়ায় অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।