রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় ওড়না পেঁচিয়ে রাকিবুল হাসান (২৩) নামে এক যুবক করেছে। বৃহস্পতিবার সকালে জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের সালকি গ্রামে শ্বশুর বাড়ীর ঘরে আড়ার সাথে গলায় ওরনা পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে। রাকিবুল হাসান বহরপুর ইউনিয়নের মধুপুর গ্রামের ফজলু মন্ডলের ছেলে।
জানা যায়, বেশ কিছুদিন ধরে রাকিবুলের বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না। একারণেই বাবার সাথে রাগারাগি করে বাবার বাড়ি মধুপুর হতে তার শ্বশুর বাড়ি সালকি গ্রামে বসবাস করত। তার বাবা কিছুদিন আগে ছেলের বিরুদ্ধে রাজবাড়ী কোর্টে সি আর ৩৩৮/২৫ তারিখ ২৯/০৬/২৫ মামলা দায়ের করে। এ থেকে ছেলে এবং বাবার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। পিতার মামলা করাকে কেন্দ্র করে অভিমানে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘরে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। থানা পুলিশকে খবর দিলে থানার এস আই এবিএম সিদ্দিক মৃত রাকিবুল হাসানের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
এবিষয়ে বালিয়াকান্দি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।