রাজবাড়ী পৌরসভার সাবেক কাউন্সিলর আরবান আলী আর নেই। বৃহস্পতিবার রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তিনি রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির একজন সক্রিয় নেতা ছিলেন। রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার বাসিন্দা আরবান আলী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান বলে জানা গেছে।