রাজবাড়ীর গোয়ালন্দে মঠ মন্দিরে ১৯ তম শ্রী শ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথ উৎসব ও ১৮তম ৩২ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রক্ষ মহা নামযজ্ঞানুষ্ঠানে সহযোগিতা করেছেন কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. মো. আসলাম মিয়া। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে গোয়ালন্দ পৌরসভার ৪নম্বর ওয়ার্ডে শ্রীকৃষ্ণ সেবা সংঘ মঠ মন্দির শ্রীঅঙ্গনে তাকে ফুল দিয়ে স্বাগত জানান কমিটির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাহাবুব চৌধুরী দুলাল, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মো. মোশাররফ আহম্মেদ, সহসভাপতি মো. আইয়ুব আলী, পৌর বিএনপির সভাপতি মো. কাশেম মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মালেক খান, সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মজি, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সানোয়ার আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডল, শ্রীকৃষ্ণ সেবা সংঘ মঠ মন্দিরের সভাপতি সুধীর কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক দিলিপ কুমার সাহা প্রমুখ।
এদিন অ্যাড. মো. আসলাম মিয়া মঠ মন্দিরে ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন। তিনি বলেন, আমার কাছে কোন সংখ্যা লঘু, সংখ্যা গুরু আমি এই চেতনায় বিশ্বাসী না। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আপনারা আমার পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সুখে থাকতে চাইনা, আমি আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।