বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের উদ্যোগে গতকাল বুধবার সকালে জেলা স্কাউটস ভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ স্বাউটস রাজবাড়ী জেলা কমিশনার শামসুন্নাহার বেগম।
রাজবাড়ীর স্কাউটস, গার্লস গাইড ও হলদে পাখির সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।