রাজবাড়ীর গোয়ালন্দে বাল্যবিয়ে প্রতিরোধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদুর রহমান। গত সোমবার দুপুরে উপজেলার দেবগ্রাম ইউনিয়নে এক কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে মেয়ের বাড়িতে উপস্থিত হন ইউএনও নাহিদুর রহমান ও উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম। এ সময় তারা কিশোরীর অভিভাবকদেরকে বাল্য বিয়ের কুফল ও আইনগত শাস্তির বিষয়ে অবহিত করলে অভিভাবকরা বিয়ে বন্ধের সিদ্ধান্ত নেন। ইউএনও সংশ্লিষ্টদের সতর্ক করে দেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিশোরীর বাবাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান বলেন, বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য একটি অভিশাপ। বাল্য বিবাহের কারণে মা ও শিশুর ঝুঁকি থাকে অনেক। বাল্য বিবাহ আইনের চোখে অপরাধ। উপজেলার কোথাও যদি এমন বাল্য বিবাহের আয়োজন করে তাহলে সকলকে প্রশাসনের নিকট তথ্য দেয়ার অনুরোধ জানান তিনি।