‘তরুণদের দেশ গড়ার অঙ্গীকার – জনসেবায় স্থানীয় সরকার’ প্রতিপাদ্যে রাজবাড়ীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের সহযোগিতায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। উপস্থিত ছিলেন রাজবাড়ী স্থানীয় সরকারের উপ- পরিচালক মল্লিকা দে, জেলা শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, তরুণরা এখন অনেক বেশি সচেতন। তাদের হাত ধরেই আগামীর সুন্দর ও সুশৃঙ্খল বাংলাদেশ গড়া সম্ভব। একটি আর্র্দশ রাষ্ট্র গঠনে বিশেষ ভূমিকা রাখতে পারে তরুণ সমাজ। দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অনুরোধ জানান বক্ত করেন বক্তারা।