রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের হলুদবাড়িয়া গ্রামে সোমবার বিকালে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর মহাসচিব মোমিনুল আমিনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এনডিএম বালিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা এনডিএম যুগ্ম আহবায়ক বদরুল ইসলাম এর সভাপতিত্বে আরো বক্তৃতা করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ফরিদ, উপজেলা এনডিএম এর আহবায়ক রেজাউল ইসলাম সদস্য সচিব জিয়াউল ইসলাম খোকন প্রমুখ।