রাজবাড়ীতে নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আ ন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে রাজবাড়ী জেলা উদীচী শিল্পী গোষ্ঠী। কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্তোলন, প্রভাতফেরি, শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অপর্ণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল পৌনে ৮ টায় সংগঠনটির কার্যালয়ে পতাকা অর্ধনমিত উত্তোলন করা হয়। এরপর সংগঠনের নেতাকর্মীরা প্রভাতফেরি করে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ খুশি রেলওয়ে মাঠ শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে শহীদবেদীতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে সংগঠনটির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা উদীচীর সভাপতি অধ্যাপক শংকর চন্দ্র সিনহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা উদীচীর সহ-সভাপতি আজিজুল হাসান খোকা, রাজবাড়ী লেখক পাঠক কেন্দ্রের সভাপতি কবি নেহাল আহমেদ, বৈচিত্র্য সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আজাদ সিদ্দিকী মিলন, জেলা উদীচীর সংগীত বিষয়ক সম্পাদক মো. আব্দুল জব্বার ও দপ্তর সম্পাদক সুমা কর্মকার। সভা পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ।
বক্তারা বলেন, ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমাদের প্রিয় বাংলা ভাষা অর্জত হয়েছে। তবে বিভিন্ন ক্ষেত্রে বাংলা ভাষার যথাযথ সম্মান দেয়া হচ্ছে না। রাষ্ট্রের সব কাজে বাংলা ভাষা ব্যবহার করতে হবে। পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষার স্বীকৃতি দিতে হবে। এসময় বাংলা ভাষার বিকৃতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান হয়।
আলোচনা শেষে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ‘ গান দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এরপর ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা, কারার ওই লোহ কপাট, মুক্তির মন্দির সোপান তলে ইত্যাদি গান পরিবেশন করা হয়। সংগঠন সংগীত ‘আরশির সামনে একা একা দাঁড়িয়ে ‘ গানটি পরিবেশন করার মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেট সমাপ্তি ঘোষণা করা হয়। সন্ধ্যায় রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে উদীচীর শিল্পীরা।