রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন

জিয়া সাইবার ফোর্স (যেড সি এফ) এর মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক ॥
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭ Time View

রাজবাড়ী জেলা জিয়া সাইবার ফোর্স এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শনিবার দুপুরে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি এস এম কাউসার মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন লিটনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্সের প্রধান উপদেষ্টা ও রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, উপদেষ্টা তারিকুল ইসলাম খান, উপদেষ্টা ও রাজবাড়ী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সোনিয়া আক্তার স্মৃতি, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আকবর খান, ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিঠুন খান, সাংবাদিক শেখ রঞ্জু আহমেদ, রাজবাড়ী জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি মুক্তার মাহমুদ, শাহিদুল ইসলাম, আসাদুজ্জামান শামিম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কাঞ্চন, দপ্তর সম্পাদক সোহেল রানা, সহ-দপ্তর সম্পাদক তানভির আহমেদ, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মো. আসলাম শেখ, মহিলা বিষয়ক সম্পাদক মিতা, খোন্দকার জান্নাত পপি, আপ্যায়ন বিষয়ক সম্পাদক গোধূলি ঘোষ, গোয়ালন্দ উপজেলা ও পৌর জিয়া সাইবার ফোর্সের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন এবং দলকে আরও সুসংগঠিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com