জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর প্রথম উদ্যোক্তা ছিলেন রাজবাড়ীর প্রথম জেলা প্রশাসক সহিদ উদ্দিন আহমেদ (কার্যকাল ২৬/০২/১৯৮৪ হতে ০৫/১০/১৯৮৬ পর্যন্ত)। তিনি প্রথম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্যোগ গ্রহণ করেছিলেন। পরবর্তীতে রাজবাড়ীর দ্বিতীয় জেলা প্রশাসক মো. নাজমুল আহসান (কার্যকাল ০৫/১০/১৯৮৬ হতে ২৫/০২/১৯৮৯ পর্যন্ত) এঁর প্রচেষ্টায় এটি বাস্তব রূপ লাভ করে ১৯৮৮ সালে। এর মূল ডিজাইনার ছিলেন শিল্পী মো. গোলাম আলী। জেলা প্রশাসক মো. নাজমুল আহসান এঁর ঐকান্তিক প্রচেষ্টায় এর ডিজাইনার শিল্পী মোহাম্মদ গোলাম আলী এটি তৈরি করতে ঢাকার কারিগরসহ রাজবাড়ীর স্বর্ণ ব্যবসায়ী গঙ্গারাম কর্মকারের সহায়তা নিয়েছিলেন। জেলা প্রশাসক গোল্ডকাপটির কাঠের বেদির উপর গোল্ড ইলেক্ট্রো প্লেটের বডির শীর্ষে স্থাপিত বলটি প্রায় ২০ (বিশ) ভরি স্বর্ণ দ্বারা নির্মিত।
জেলা প্রশাসক মো. নাজমুল আহসান এর সময়ে ১৯৮৮ সালে প্রথম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেয়া হলেও ঐ বছর প্রলয়ংকরী বন্যার কারণে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে রাজবাড়ীর চতুর্থ জেলা প্রশাসক মরহুম মো. মমতাজ উদ্দিন (কার্যকাল ০৮/০১/১৯৯১ হতে ১৯/৮/১৯৯২ পর্যন্ত) এঁর সময়ে ১৯৯১ সালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রথম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। তৎপরবর্তীতে ২য় দফায় অষ্টম জেলা প্রশাসক মো. আমিরুল করিম (কার্যকাল ২৭/৪/১৯৯৬ হতে ১৪/৭/১৯৯৯ পর্যন্ত) এঁর সময়ে ১৯৯৮ সালে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ৩য় দফায় উনবিংশ জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান (কার্যকাল ২০/৬/২০১৪ হতে ০২/০২/২০১৬ পর্যন্ত) এঁর সময়ে ২০১৪ সালে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং ২০১৫ সালে জেলা প্রশাসক গোল্ডকাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এরপর বিংশ মান্যবর জেলা প্রশাসক জিনাত আরা (কার্যকাল ০২/০২/২০১৬ হতে ১১/৫/২০১৭ পর্যন্ত) এঁর সময়ে ২০১৭ সালে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল।