রাজবাড়ীর ডিবি পুলিশ সদর উপজেলার খানখানাপুর এলাকা থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে। তারা হলো যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের হাফিজুর রহমান মোড়লের ছেলে মুরাদ হোসেন শুভ ও মফিজুল ইসলামের ছেলে রাসেল মিয়া।
রাজবাড়ীর ডিবি ওসি মফিজুল ইসলাম জানান, রাজবাড়ী জেলার পুলিশ সুপার মোছা. শামিমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজীবের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা রাজবাড়ীর এস আই আনিচুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন।