কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে বুধবার কালুখালীর গান্ধীমারা বাস স্ট্যান্ড সংলগ্ন কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী কৃষক দলের রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক আইউবুর রহমানের সভাপতিত্বে ও জেলা শাখার সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদলের রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ। জেলা শাখার কৃষক নেতা কমিশনার আব্দুর রাজ্জাক, কালুখালী উপজেলা কৃষক নেতা আনিস মোল্লা, আবু সাঈদ হান্নান, বিটু খাঁন, জাহাঙ্গীর হোসেন, শহীদ খাঁন, সাইদুর রহমান, কৃষক দুলাল শেখ, রফিকুল ইসলাম প্রমুখ।