রাজবাড়ী জেলা প্রশাসনের মাসিক স্টাফ মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তার। সভায় উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি এবং বিভিন্ন দাফতরিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার কর্মকর্তাদের দায়িত্ব পালনে আরও গতিশীল হওয়ার নির্দেশনা দেন এবং সরকারি কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকর করার তাগিদ দেন।