রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেদ সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, আমরা সব সময় মানুষের পাশে ছিলাম। মানুষের বিপদে আপদে বিভিন্ন সময় তাদের পাশে দাঁড়িয়েছি। গত মঙ্গলবার বিকেলে রাজবাড়ী রেলওয়ে স্টেশন চত্ত্বরে বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। রাজবাড়ী পৌর বিএনপির উদ্যোগে এ জনসভা হয়।
রাজবাড়ী পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলারের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নইম আনছারী, জেলা বিএনপির সদস্য অ্যড. এমএ গফুর, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, অ্যড. কেএ বারী, মো. আকমল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক কেএ মজিদ বিশ^াস, রইচ উদ্দিন ডিউক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, কেএ সবুর শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মন্ডল, জেলা কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি কুমকুম নজরুল প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আরও বলেন, রাজবাড়ীর সব শ্রেণি পেশার মানুষের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের ভেতর দিয়ে আমরা বড় হয়েছিলাম। আমি যৌবন পার করে বার্ধক্যে পা রেখেছি। এই সময়ে আপনারা আমাকে পৌরসভার চেয়ারম্যান করেছেন তিনবার। সেই নির্বাচন ভোট কাটার নির্বাচন ছিলনা। পরে আমাকে সংসদ সদস্য নির্বাচন করেছেন। এই বাজারের বহু মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন। কেউ কোনোদিন বলতে পারবেন না কারো সাথে অসদাচরণ করেছি।