শিশু মিনহাজ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠি হয়। ভবদিয়া এলাকাবাসীর আয়োজনে ভবদিয়া গ্রামের শত শত নারী পুরুষ এতে অংশ নেন।
এসময় এক সমাবেশে বক্তারা বলেন, নিষ্পাপ শিশু মিনহাজ কোনো অন্যায় করেনি। মাল্টা বাগান মালিক মুক্তার সরদার মিনহাজকে নৃশংসভাবে হত্যা করে লাশ গুম করে রেখেছিল। কিন্তু মুক্তার সরদার এখনও গ্রেপ্তার হয়নি। অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এসময় মুক্তার সরদারের ফাঁসি দাবি করেন তারা।
বক্তৃতা করেন শিশু মিনহাজের বাবা আজাদ শেখ, রাজা মোল্লা, আব্দুস সালাম, মনোয়ার হোসেন, আক্তার মোল্লা প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর তারিখে রাজবাড়ী সদর উপজেলার ভবিদয়া গ্রামে মুক্তার সরদারের মাল্টা বাগানের পাশে একটি ধান ক্ষেতে শিশু মিনহাজের মরদেহ পাওয়া যায়। তার দুদিন আগে থেকে সে নিখোঁজ ছিল। পরিবার ও এলাকাবাসীর দাবি, বাগান থেকে মাল্টা নেওয়ার অপরাধে তাকে নৃশংসভাবে হত্যা করেছে মুক্তার সরদার। হত্যার ঘটনায় মিনহাজ শেখের বাবা আজাদ শেখ বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকেই মুক্তার সরদার পলাতক।
মানববন্ধন শেষে গণস্বাক্ষরিত একটি স্মারকলিপি পুলিশ সুপারের কাছে দেওয়া হয়।