
সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য সামনে রেখে শনিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় ৫৪ জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ আলোচনা সভা, পতাকা উত্তোলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। সকাল দশটায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার সামস সাদাত মাহমুদ উল্লাহ ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার। পরে উপজেলা পরিষদ সম্মলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার সামস সাদাত মাহমুদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ফিরোজ আহমেদ, শিক্ষক কর্মচারী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সমবায়ী রুপ চাঁদ খাঁন, তৃপ্তিরাণী সাহা, আ. ওহাব, দূর্জয় সাহা প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ সমবায়ী তৃপ্তি রাণী সাহা ও রেজাউল বয়াতি এবং শ্রেষ্ঠ সমবায় প্রতিষ্ঠান সূর্যের আলো সমবায় সমিতি ও পদ্মার চর সমবায় সমিতি কে কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কার প্রদান করা হয়।