
রাজবাড়ীর গোয়ালন্দে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে প্রতিভা অন্বেষণ বিতর্ক, স্কিল, কুইজ, চিত্রাঙ্কন ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকালে দুটি গ্রুপে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কুইজ ও নবম এবং দশম শ্রেণী পর্যন্ত স্কিল প্রতিযোগীতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা বিকেলে চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা ফুটবলে অংশ নেন। এদিন উদ্ভাবন ও জনমুখী বাংলাদেশ গঠনে প্রতিভা অন্বেষণে জুলাই বিপ্লবের ওপর কুইজ, উদ্ভাবন ও জনমুখী বাংলাদেশ গঠনে প্রতিভা অন্বেষণে মাদককে না বলি, সফল জীবন গড়ি, নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ভাবনার ওপর রচনা, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকাই প্রধান বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা ও উদ্ভাবন ও জনমুখী বাংলাদেশ গঠনে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ের ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাসসহ বিভিন্ন স্কুলের শিক্ষক মন্ডলী প্রমুখ।
আগামীকাল সভাকক্ষে কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শেষ হবে এ উৎসব। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে বলে জানান শিক্ষা কর্মকর্তা।