
রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে প্রাক বাংলা উৎসব ভাষা প্রতিযোগ। রাজবাড়ী একাডেমির আয়োজনে শনিবার দিনব্যাপী রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টায় শে^ত কপোত উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে রাজবাড়ী জেলার বিভিন্ন বিদ্যালয়ের চারশ শিক্ষার্থী বানান সংশোধন, বিরাম চিহ্নের ব্যবহার, উপসর্গ ও অনুসর্গের ব্যবহার, অভিধান থেকে শব্দ বের করা, শ্রুতি লিখন, চিত্রাঙ্কন, বাগধারা দিয়ে শব্দ তৈরি, প্রকৃতি ও প্রত্যয়সহ ৬৫ টি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ উৎসবের জন্য বছর জুড়ে অপেক্ষায় থাকে শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে তাদের মধ্যে ঊচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন অ্যাড. দেবাহুতি চক্রবর্তী, রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসির, রাজবাড়ী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ নুরুল হক আলম, নাট্যকার ম. নিজাম, রাজবাড়ী একাডেমির সহ সভাপতি কমল কান্তি সরকার ও মুহাম্মদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক ডা. ইকবাল হোসেন, নতুনের শান্তি নিবাসের সিইও মাসুদুল ইসলাম, কবি খোকন মাহমুদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক সৌমিত্র শীল চন্দন।
রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, বাংলা ভাষা শুদ্ধ চর্চা যেন অব্যাহত রাখে। বাংলা ভাষার যে সৌন্দর্য এবং বৈভব রয়েছে এর সঙ্গে যেন পরিচিত হয়। রাজবাড়ী একাডেমি প্রতি বছর বৃহৎ পরিসরে বাংলা উৎসবের আয়োজন করে। এটি তারই অংশ। এর আগে দিব্য নৃত্যকলা একাডেমির শিল্পীরা উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন।
প্রতিযোগিতার সমন্বয়কারী ছিলেন রাজবাড়ী একাডেমির যুগ্ম সম্পাদক আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক ফারুক উদ্দিন। পরীক্ষা পরিচালনা করেন রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম, অলিউল আজম তৈমুর প্রমুখ।
উৎসবের দ্বিতীয় দিন রোববার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পুরস্কার বিতরণ সংবর্ধনা এবং রবীন্দ্রনাথের গীতি নৃত্যনাট্য চিত্রাঙ্গদা পরিবেশিত হবে।