
শরতের রোদ ঝিকি ঝিকি করে
সময়ে অসময়ে বৃষ্টি ঝরে।
দেখ এসে ছোটদের কাঁদামাটি খেলা
ভাবাতুর মনে কাটাই বেলা।
শৈশব পরে আছে ছয় নম্বরে
মনের ডানায় উড়ে উড়ে
চলে যাই নীলাচরে।
কাশ ছিল
ঘাস ছিল
আর ছিল খেলার ঘাট
ছিল সারি সারি নৌকা বাধা
পদ্মা নদীর ঘাট।
মনের পেখম তুলে
চলে দূরে পদ্মানদীর ঘাট
নেই কোন
দিনক্ষণ।
কৃষি ক্ষেত যেথা কত না হয়েছে
হয়েছে বালুচর।
যাই চলো গিয়ে
ক’জন মিলে
করি গিয়ে কোলাহল।
ধান শীষে দোলা লাগে
প্রকৃতিরও প্রাণ জাগে
কৃষানী মেয়েরা
নেচে ফেরে চারিধার।
ভাবাতুর মন
চলে দূরে বারে বারে।
এসো হাত ধরি
চল যাই চলি
দু’জন মিলে যাই চলে
ধুলার বেসে।
সেই সবুজের দেশে
শৈশব যেথা লুকিয়ে আছে।
পাকা ধানের ঘ্রাণ নিয়ে
শৈশবে গরাগড়ি যাবো
বারে বারে ফিরে ফিরে
শৈশবে তাকাবো।
শৈশব খুঁজতে খুঁজতে
শেষ হবে বেলা
তবুও মোরা
করবো না হেলা।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari