
‘সাম্য ও সমতায়, দেশ গড়বো সমবায়ে’ প্রতিপাদ্যে শনিবার রাজবাড়ীতে জাতীয় সমবায় দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রাজবাড়ী জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে এ আয়োজন করা হয়।
জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিনা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শ্যামল চন্দ্র বসাক, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাপস কুমার পাল প্রমুখ। এসময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সমবায় সংগঠনের সদস্য ও শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় উন্নয়ন অগ্রযাত্রায় সমবায় আন্দোলনের ভূমিকা তুলে ধরেন এবং “সবার অংশগ্রহণে টেকসই সমবায় গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে নগর ও পল্লী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডকে শ্রেষ্ঠ সমবায় সমিতি এবং মোছা. মাফিয়া বেগমকে শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে সম্মাননা স্মারক ও সম্মাননাপত্র প্রদান করা হয়।