
রাজবাড়ী পাংশার যশাই ইউপির চরদূর্লভদিয়া গ্রামে নামে এক প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার মালয়েশিয়া প্রবাসী আজের আলী ম-লের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ভুক্তভূগী পারুল আক্তার বলেন, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকেরা তার ঘরে এসে আতর্কিত হামলা করে। এ ঘটনায় আমার শাশুড়ী পাংশা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
ঘটনা সম্পর্কে জানতে শিউলি আক্তারের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে মুঠোফোনে তিনি বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, আমি এ ঘটিনার সাথে কোনভাবেই জড়িত নই। গত ২৩ তারিখ সকালে আমি ঢাকাতে চলে এসেছি, তাহলে সন্ধায় আমি কি করে তাকে মারলাম। এটা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে।
পাংশা মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান রয়েছে।