
২০০৬ সালের ২৮ অক্টোবর জামাত শিবিরের নেতা কর্মীদের হত্যার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টায় গোয়ালন্দ বাজার সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি আনসার ক্লাব থেকে বের হয়ে একই স্থানে এসে শেষ হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়ালন্দ উপজেলা শাখার আমীর, মাওলানা গোলাম আজম মীর মালত এর সভাপতিত্বে ও জামায়াতে ইসলামী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মোশারফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী অ্যাড. মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মো: আলিমুজ্জামান আলি, জেলা নায়েবে আমীর মো: হাসমত আলি হাওলাদার, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক হেলাল উদ্দিন, গোয়ালন্দ পৌরসভার সভাপতি মাওলানা জালাল উদ্দিন প্রামানিক, দৌলতদিয়া ইউনিয়ন শাখার সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি আবু সাইদ সোহাগ প্রমুখ।