
কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর বাস্তবায়নে এবং দি ফ্রিডম ফান্ড-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এনহানচিং প্রটেকশন অফ চাইল্ড সেক্স ট্রাফিকিং সারভাইভরস ইন বাংলদেশ প্রকল্পের আওতায় গোয়ালন্দ উপজেলা কনফারেন্স কক্ষে উপজেলা সিটিসি ও সিডাব্লিউবি কমিটির সমন্বয়ে দৌলতদিয়া পূর্বপাড়ার সুবিধাবঞ্চিত শিশু ও তাদের মায়েদের যৌন শোষণ ও বাণিজ্যি যৌন নির্যাতন প্রতিরোধে উক্ত কমিটির ভূমিকা শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভার মূল উদ্দেশ্য ছিল-দৌলতদিয়া পূর্বপাড়ার সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও কারিগরি প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা ও কর্মক্ষম করে গড়ে তোলা যাতে তারা এবং তাদের মায়েদের সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত হতে পারে। তাছাড়া সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন সামাজিক সুরক্ষা সেবা প্রদানের মাধ্যমে তাদের ঝুঁকিপূর্ণ জীবনকে সক্ষম করে গড়ে তোলা।
সভায় সভাপতিত্ব করেন মো. আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সভাপতি, উপজেলা সিটিসি ও সিডাব্লিউবি কমিটি, গোয়ালন্দ, রাজবাড়ী। সভায় তিনি বলেন, যৌথ পরিকল্পনার মাধ্যমে পূর্বপাড়ার সুবিধাবঞ্চিত শিশুদের পাচার রোধ ও যৌন পেশা থেকে তাদেরকে মুক্তি দেওয়া যায়। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ও কাউন্টার ট্রাফিকিং কমিটি (সিটিসি)-র সম্মানিত সদস্য সচিব সালমা বেগম। তিনি বলেন দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে যৌনপল্লীর শিশুদের শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন করা সম্ভব। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও উপজেলা শিশু কল্যাণ বোর্ড (সিডাব্লিউবি)-এর সম্মানিত সদস্য সচিব রুহুল আমীন। তিনি কেকেএস সেফহোমের শিশুদের ক্যাপিটেশন গ্রান্ট এর জন্য সকল প্রকার সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা আইসিটি কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও টিপ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার সহ আরো অনেকে। সভায় সকলে শিশুদের সার্বিক মঙ্গল কামনা করেন।- প্রেস বিজ্ঞপ্তি