 
																
								
                                    
									
                                 
 
											
							
							 
                    
রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হারুন অর রশীদ বলেছেন, বিএনপির দলীয় মনোনয়ন যাকেই দেওয়া হোক, সকলে তার জন্য কাজ করতে হবে। ধানের শীষ প্রতীক বিজয়ী করতে হবে। সোমবার সন্ধায় রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল কবির কুন্নু, সাধারন সম্পাদক অ্যাড. রকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, সাংগঠনিক সম্পাদক শাহজালাল মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খান, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য প্রমুখ বক্তব্য রাখেন।