 
																
								
                                    
									
                                 
 
											
							
							 
                    
“স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ,ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ যথাযথ মর্যাদার সাথে উদযাপন করেছে। উপজেলা প্রশাসনের কর্মসূচীর মধ্যে ছিল জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশুদের নিয়ে কেক কাটা, আলোচনা সভা, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা, দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খাবার বিতরন, পুরষ্কার বিতরন, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদান। ১৭ মার্চ সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক শেষে হলরুমে নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির ,সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান, থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান খাঁন, সমাজ সেবা কর্মকর্তা অজয় কুমার হালদার, বালিয়াকান্দি সদরের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, প্রধান শিক্ষক কুতুব উদ্দীন মোল্যা, ইসলামিক ফাউন্ডেশনের মো. ফজলুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে সমাজ সেবা দপ্তর হতে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্টোকে প্যারালাইসিস, থালাসোনিয়ায় আক্রান্ত ৩৮ জন রোগীর প্রত্যেকে ৫০ হাজার টাকা করে ১৯ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।