ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ এর আওতায় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বৃহস্পতিবার রাজবাড়ী অফিসার্স ক্লাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাহাবুর রহমান শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবাইয়াত মো: ফেরদৌস, রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: সফিকুল ইসলাম সফি। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari